সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের অগ্রগতির জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ১ হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার পদ সৃষ্টি করা হবে।
প্রথমে ১ হাজার ২৪৪টি ক্যাডার এবং ১২ হাজার ৭২৮টি নন-ক্যাডার পদ মিলে মোট ১৩ হাজার ৭২টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে অর্থ বিভাগ রাজস্বখাতে ১ হাজার ৬১টি ক্যাডার এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার মিলে মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টিতে সম্মত হয়।
২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, গতবছর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এর চাহিদা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়। অর্থ বিভাগের সম্মতিও পাওয়া গেছে। আশা করছি আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি করা যাবে।