ইবিতে ময়মনসিংহের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে ময়মনসিংহের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ ছাত্রকল্যাণ সমিতির নানা আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


রবিবার (৮ অক্টোবর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সামিউল ইসলাম সামি। এতে বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাজাহান মন্ডল, টিএসসিসি পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহকারী জজ (সুপারিশপ্রাপ্ত) সাকিব আহমেদ ইমন, এডভোকেট আনসারুল্লাহ হানিফ, ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান মেজবাহ, এ.বি.এম. রিজওয়ান উল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদকসহ পদস্থ সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।


এসময় অধ্যাপক ড. শাজাহান মন্ডল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ পেয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গতকাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলে দেয়া হয়েছে। এই যে উন্নয়নের অগ্রযাত্রা শুধু মাত্র শিক্ষার্থীদের হাতেই টেকসই বা বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। ময়মনসিংহের শিক্ষার্থী হিসেবে তোমরা তোমাদের জেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো দেখবা এক একটা জেলার দায়িত্ব শিক্ষার্থীরা নেওয়ার ফলে সমৃদ্ধ বাংলাদেশ পেয়ে যাব। তোমার এলাকাকে ভালোবাসো মানে দেশকে ভালোবাসো। ময়মনসিংহ জেলার অনেক জ্ঞানী-গুণী মানুষ তৈরি হয়েছে। তেমনি তোমাদের থেকেও মানুষের মত মানুষ তৈরি হবে।


অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক প্রদান করা হয়। পরে দুপুরে প্রীতিভোজ ও নবীন ও প্রবীণ অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি