বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপে তথ্য দিতে এক হাজার ৩১৬টি স্কুল-কলেজ প্রধান ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য নিয়ে জরিপ করেছে ব্যানবেইস। তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও এক হাজার ৩১৬টি স্কুল-কলেজ ব্যানবেইসকে তথ্য দেয়নি।
বিষয়টি ব্যানবেইসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জরিপে তথ্য দিয়ে সহযোগিতা করেনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতেও অনুরোধ করা হয় ব্যানবেইসের পক্ষ থেকে।
এরপরই নড়েচড়ে বসে মাউশি। জরিপে অংশ না নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যানবেইসের সার্ভারে তথ্য দেয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আঞ্চলিক পরিচালকদের চিঠি দেয়া হয়। ব্যানবেইসের সার্ভারে (www.banbeis.gov.bd) লগইন করে তথ্য দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়।
একইসঙ্গে তথ্য না দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করে তা মাউশি পাঠানোর জন্যও বলা হয়।
অর্থসংবাদ/এসএম