ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহত্তর ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হলো ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এটি অনুষ্ঠিত হয়। এসময় সদ্য নবীন দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আলীনূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ও সংগঠনের সাধারণ সম্পাদক সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
এসময় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, সামনে চতুর্থ শিল্প যুগ। সামনের যে চ্যালেঞ্জ আসতেছে সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে হবে। বর্তমান যে চাকরি আছে সেগুলো সামনে নাও থাকতে পারে। নতুন যুগের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সুতরাং আইটি নলেজসহ পড়াশোনার কোনো বিকল্প নাই।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, প্রযুক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না বরং আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব। তাহলে একাডেমিকসহ নৈতিকতার মানদণ্ড ঠিক থাকবে।
লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড রাকিবা ইয়াসমিন বলেন, জ্ঞান একটি শক্তিমান জ্যোতি। এই জ্যোতির চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়। তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড বেগম রোকসানা মিলি বলেন, ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যাবে না। ঠিক তেমনি আমরা অনুপ্রেরণা দিয়ে ক্ষণিকের জন্য উৎসাহিত করতে পারব কিন্তু পড়াশোনার মনোযোগ নিজের ভিতর থেকে আসা লাগবে। স্কুল লাইফে যতটা ধর্মীয় জ্ঞান অধ্যায়নের সুযোগ ছিল ততটা সুযোগ বিশ্ববিদ্যালয়ে নেই। স-উদ্যোগে শিখে নিতে হবে। চারিত্রিক বৈশিষ্ট্য না থাকলে আমার দ্বারা সমাজ, জাতি, দেশ কখনও উন্নতি হবে না। সুতরাং একাডেমিকের পাশাপাশি মোরাল এডুকেশনে মনোযোগ দিতে হবে।
পরে দুপুরে প্রীতিভোজ ও নবীন ও প্রবীণ অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, লটারি ড্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অর্থসংবাদ/সাকিব/এসএম