অর্থসংবাদ/সাকিব/এসএম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে এবার ৫৫ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৪৫ জন ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৫ জন, গণিত বিভাগ থেকে ১ জন, পরিসংখ্যান থেকে ১ জন, পরিবেশবিজ্ঞান থেকে ১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ১ জন ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জনসহ সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী এ ফেলোশিপ পেয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ তথ্যটি জানা যায়।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৪৫জন ফেলোশিপ প্রাপ্তরা হলেন- সাব্বির আহমেদ, মো. মাসুম বিল্লাহ, শাহরিন সুলতানা, নায়মা নাজমিন, মাহমুদুল হাসান, রহিমা তানভীন তমা, আবু রেজা, আশিকুজ্জামান অন্তর, উম্মে আসমা কেয়া, এ কে এম আরিফুল হক, মো রাসেল রানা, তাসনিমা আহমেদ নিপা, স্বর্ণালী আক্তার, আনজুয়ারা আক্তার অঞ্জনা, ফাতেহা নাহুম তাহিয়া, ফারজানা রহমান, মো. হোসাইন আলী, মাসুমা আঞ্জুমান, শোভন শাহা, রেজওয়ান আল হাসিব, সাদ বিন ইসলাম, রুমানা আক্তার রুমা, নাঈমা সালাতিয়া হক, সোহেলী আক্তার, আফিয়া আফসিন, বিপন চন্দ্রা মোহান্ত, তানভীর আহমেদ, রওনা জাহান রাকি মনি, মো. আল ইমরান, মাহমুদা মরিয়ম, উম্মে রিন্তী, ফাতেমাতুজ্জোহরা, মো. রাকিব মিয়া, শেখ মো. মুঈন ইসলাম, শাফরিন আক্তার জুঁতি,শাহনাজ পারভীন নিলা, ফাহমিদা আক্তার, হাফসা হেনা স্বর্ণালী, ফাহিদা রাহমান, তানিয়া খাতুন, সাবিহা তাছবির রহমান, সুমাইয়া জেসমিন, নার্গিস সুলতানা, মাহাবুবা খানম, সুমাইয়া সিদ্দিকা।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৫ জন ফেলোশিপ প্রাপ্তরা হলেন- উর্মি খাতুন, তাহমিনা ইয়াসমিন তন্বী, বিপাশা ইসলাম, মীর মোহাম্মদ ফজলে রাব্বি এবং মো মোসাহক আলী। এবং গণিত বিভাগ থেকে রাসেল ইসলাম, পরিসংখ্যান থেকে মো. তুষারুজ্জামান তুষার, পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগ থেকে মাহমুদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে মো. হিরো হোসাইন ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে মো. কামরুল হাসান এ ফেলোশিপ পেয়েছেন।
উল্লেখ্য, মাস্টার্স ও পিএইচডিতে গবেষণারত ছাত্রছাত্রীদের গবেষণাকাজে সরকারের পক্ষ হতে সহায়তা করার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেয়া হয়। মোট ৩টি গ্রুপে (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যানোটেকনোলজি, লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩)খাদ্য ও কৃষি বিজ্ঞানে এই ফেলোশিপ প্রদান করা হয়।
আর্কাইভ থেকে