ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী শনিবার

ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী শনিবার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী আগামী শনিবার (১৪ই অক্টোবর) অনুষ্ঠিত হতে হবে। পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে পুরাতন বিজ্ঞান অনুষদ ও এর সংলগ্ন রাস্তা রংবেরঙের বাতিতে ছড়াচ্ছে আনন্দ। এছাড়া বিভাগের প্রাঙ্গনে রংবেরঙের আল্পনায় অঙ্কিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ সাংবাদিকদের এসব কথা বলেন।

বিভাগ থেকে জানা যায়, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সাবেক ৪১৭ জন ও বর্তমানে অধ্যয়নরত ৩৩৩ জন শিক্ষার্থী ও পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে বলে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এখানে সাবেক শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা চাঁদা, বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা ধরা হয়েছে। অনুষ্ঠানে সর্বমোট ২৫টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিবে।

বিভাগ সূত্রে আরও জানা যায়, এটি বিভাগের দ্বিতীয় কমিটি গঠন এবং প্রথম পুনর্মিলনী। সে উপলক্ষে পুনর্মিলনীর আগের দিন বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে এক চা-চক্রের আয়োজন থাকবে। এছাড়াও অনুষ্ঠানে আসা সাবেক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে থাকার ব্যবস্থা ও যাতায়াতের জন্য পরিবহন সেবা দেওয়া হবে।

সার্বিক বিষয়ের প্রেক্ষিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ফলিত পুষ্টি ও খাদ্য-প্রযুক্তি বিভাগ ১৯৯৮ সালে বাংলাদেশের পুষ্টি খাদ্য-প্রযুক্তি বিষয়ক প্রত্যয় নিয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত আমরা ২৫টি শিক্ষাবর্ষের শিক্ষার্থী পেয়েছি। তার মধ্যে ১৮ টি শিক্ষাবর্ষ গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখছে। ২৫ বছরে আমাদের অনেক প্রাপ্তি রয়েছে। তাদের এই সফলতাকে পুঁজি করে আমাদের বর্তমানে চলমান যেসব শিক্ষাবর্ষ রয়েছে তাদের উৎসাহিত করা এবং সেতুবন্ধন তৈরি করাই আমাদের এই পুনর্মিলনীর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, ব্যাচ, স্মরণিকা, মগ’সহ অন্যান্য সামগ্রী উপহার স্বরূপ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিভাগটি।

অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি