বাণিজ্যিক কৃষির প্রসারে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে

বাণিজ্যিক কৃষির প্রসারে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে
জীবনজীবিকার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কৃষির উন্নয়ন মানে জনগোষ্ঠীর উন্নয়ন তথা দেশের সার্বিক উন্নয়ন। কৃষির ক্ষেত্রে সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং দিকনির্দেশনায় খোরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। বাণিজ্যিক কৃষির প্রসারে এই ধারা অব্যাহত রাখতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

শনিবার (২১ অক্টোবর) বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুড়িগ্রামের শেখ রাসেল পৌর মিলনায়তনে সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-এর আওতায় কুড়িগ্রাম জেলায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য লাভ করেছে। খাদ্যশস্য উৎপাদন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্যে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি উদ্যোক্তাদের সহায়তায় অন্যান্য বাণিজ্যিক ব্যাংককেও এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, আমাদের বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি-উদ্যোক্তাদের মনে একটি ‘ভরসার নতুন জানালা’ খুলে দেবে। সোনার বাংলা গড়ার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা কৃষি ও কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

দিনব্যাপী এই কৃষি-উদ্যোক্তা সমাবেশ ও প্রশিক্ষণে লালমনিরহাট জেলার ৯টি উপজেলার প্রায় ২০০ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরাসহ ব্যাংক কর্মকর্তাগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন