প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শফিউল আজম বলেন, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। অন্যের কথায় শেয়ার কেনা ও বিক্রি করা থেকে বিরত থাকতে পারলেই বিনিয়োগকারীরা লাভবান হবেন। পুঁজিবাজারে উত্থান পতন আছে, তাই সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীকে অবশ্যই পুঁজিবাজারের ওপর জ্ঞান থাকতে হবে। আর এ জন্য বিনিয়োগকারীদেরকে পরাশুনা করার পরামর্শ দেন তিনি।
সভাপতির বক্তব্যে বিআরবি সিকিউরিটিজের সিইও মো. লায়েক হোসেন হাওলাদার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, যাদের ঋন পরিশোধের সামর্থ্য নেই, তাদের ঋন পরিহার করা উত্তম। একই সঙ্গে বিআরবি সিকিউরিটিজের কর্মকর্তাদের শতভাগ আইনের বিধান মেনে ট্রেড করতে বিনিয়োগকারীদের সবসময় পরামর্শ দিতে অনুরোধ করেন। এতে বিনিয়োগকারীর সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরও কল্যান রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিনিয়োগ শিক্ষা কর্মশালায় প্রায় ৬০ জন বিনিয়োগকারী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।