টানা ১৫ বার রপ্তানি পদক পেলো বেঙ্গল গ্রুপ

টানা ১৫ বার রপ্তানি পদক পেলো বেঙ্গল গ্রুপ

২০২০-২১ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা ১৬ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেল বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেড। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো জাতীয় রপ্তানি পদক (ব্রোঞ্জ) পেল বেঙ্গল পলি এবং পেপার স্যাক লিমিটেড । ২০২০-২১ অর্থবছরে প্রায় ৭৩টি কোম্পানি দেশের রপ্তানি আয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা পেয়েছে।


গতকাল বুধবার (৮ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পদক বিজয়ীদের এই ট্রফি তুলে দেন। এসময় তিনি রপ্তানি আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য পদক বিজয়ীদের ভূয়সী প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।



বেঙ্গল প্লাস্টিক লিমিটেডের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আর বেঙ্গল পলি ও পেপার স্যাক লিমিটেডের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম।


এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জনাব তপন কান্তি ঘোষ ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন