আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি প্রকাশ

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি প্রকাশ

আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য চেক জমা দেওয়ার সময় আধা ঘণ্টা বাড়িয়ে নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।


রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ক্লিয়ারিং হাউজে লেনদেনে স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ) এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) কার্যক্রমের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সেবায় ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখা বা অন্য কোনো ব্যাংকের গ্রাহকের অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।


অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। এবং রেগুলার ভ্যালু চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৪টার মধ্যে।


বর্তমানে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠানো যায়, যেগুলো নিষ্পত্তি হচ্ছে দুপুর আড়াইটার মধ্যে। যেকোনো রেগুলার ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠানো যেত, নিষ্পত্তি হতো বিকাল ৪টার মধ্যে।


মঙ্গলবার থেকে পরিবর্তিত সূচিতে নিষ্পত্তি হবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার