আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি প্রকাশ

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি প্রকাশ

আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য চেক জমা দেওয়ার সময় আধা ঘণ্টা বাড়িয়ে নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।


রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ক্লিয়ারিং হাউজে লেনদেনে স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ) এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) কার্যক্রমের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সেবায় ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখা বা অন্য কোনো ব্যাংকের গ্রাহকের অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।


অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। এবং রেগুলার ভ্যালু চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৪টার মধ্যে।


বর্তমানে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠানো যায়, যেগুলো নিষ্পত্তি হচ্ছে দুপুর আড়াইটার মধ্যে। যেকোনো রেগুলার ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠানো যেত, নিষ্পত্তি হতো বিকাল ৪টার মধ্যে।


মঙ্গলবার থেকে পরিবর্তিত সূচিতে নিষ্পত্তি হবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ