সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি, উন্নয়নে ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নবম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ-২০২৩ অর্জন করেছে।
সম্প্রতি বাহরাইন এর মানামাতে হোটেল দ্য ডিপ্লোমেট রেডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ড. হুমায়ুন দার। ব্যাংকের পক্ষে উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান পুরস্কারটি গ্রহণ করেন। এসময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণপূর্বক এই পুরস্কার প্রদান করে।
অর্থসংবাদ/এসএম