রূপালী ব্যাংকের আগারগাঁও উপশাখা উদ্বোধন

রূপালী ব্যাংকের আগারগাঁও উপশাখা উদ্বোধন

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের ২৩তম আগারগাঁও উপশাখা উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।


এসময় তিনি বলেন, গ্রাহক সেবার মান বাড়ায় সরকারি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তিনি ইসলামি ব্যাংকিং সেবা আরও বাড়ানোর জন্য রূপালী ব্যাংকের প্রতি আহ্বান জানান।


এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও অর্জিত আর্থিক সাফল্য ধরে রাখবে রূপালী ব্যাংক। ডিসেম্বর শেষে মুনাফার হিসাবেও তা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। গত কয়েক বছরের বৈশ্বিক মন্দার মধ্যেও আর্থিক সূচকে এগিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ উপশাখার মাধ্যমে আমানত সংগ্রহ, গৃহ নির্মাণ ও ক্ষুদ্র ঋণ বিতরণসহ সব ব্যাংকিং সেবা দেয়া হবে। তিনি আরও বলেন, ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ও রূপালী ব্যাংক দুটি প্রতিষ্ঠানই জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের আঙিনায় রূপালী ব্যাংকের একটি শাখা খুলতে পেরে আমরা আনন্দিত।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারী মো. ঈদতাজুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাক্খারুল ইকবাল ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সচিব মো. আশরাফুল মমিন খান এবং পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি
মহিউদ্দিন মজুমদার।


এ সময় ব্যাংকের ডিএমডি হাছান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি