রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা ২২ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। সকাল ৭টা থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।
এর আগে গতকাল (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা চেষ্টা করেও পিলারের ওপর স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় আজ স্প্যানটি বসানো সম্ভব হলো।
উল্লেখ্য, পদ্মাসেতুকে মোট ৪১টি স্প্যান বসাতে হবে। এরমধ্যে বাকি ছিল ১০টি। এখন বাকি রয়েছে ৯টি স্প্যান। এগুলো বসানোর পর শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের মধ্যে সেতুর সংযোগ ঘটবে। দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।