ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল এন্ট্রাপ্রেনার সামিট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এ সামিট অনুষ্ঠিত হয়েছে। সামিটে ৫৫০ জনের বেশি ডিজিটাল এন্ট্রাপ্রেনার অংশগ্রহণ করেছেন।
ডিজিটাল বিজনেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্লোবাল ই-কমার্স ও এফ-কমার্স বিজনেস, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, সাস, সেলস, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং আরও বেশ কিছু ডিজিটাল বিজনেস অপরচুনিটি এবং স্কিল নিয়ে সেশন নিয়েছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রফেশনালরা।
ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক, বাংলাদেশের ডিজিটাল বিজনেস অঙ্গনে ১০ হাজারেরও বেশি ডিজিটাল উদ্দোক্তাদের সাথে গত ৪ বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ক্যারিয়ার বুটক্যাম্প, নেটওয়ার্কিং এবং ডিজিটাল বিজনেস গ্রোথে কন্সাল্টেন্সি থেকে শুরু করে মেম্বারদের সব ধরণের সাহায্য করে যাচ্ছে এই বিজনেস কমিউনিটি।
সামিটে বক্তব্য রাখেন এরিয়া সেভেনটি ওয়ানের ফাউন্ডার আহসান হাবিব, বিজকোপের এমডি এন্ড সিইও নাহিদ হাসান, মনস্টার ক্ল’র হেড অফ গ্রোথ সামিয়া আহমেদ, ফাইভার কমিউনিটি লিডার মো. জাহিদুল ইসলাম, গ্রাফিক সলো’র ফাউন্ডার আরিফুল ইসলাম, কর্পোরেট আস্কের ফাউন্ডার এন্ড সিইও নিয়াজ আহমেদ, দারাজ মার্কেটিং সলুশনের হেড সৈয়দ শুভ, আওওমা টেকনলজি’র এমডি আবু তাহের সুমন, ডাবল আর স্টুডিও’র ফাউন্ডার রাফায়েত রাকিব, মেইলটুন ডট আইও’র সিইও জাওয়াদ উল সামি, মাইক্রোটারসের ফাউন্ডার এন্ড সিইও মো. নাজমুল হাসান, থিমএক্সপার্টের সিটিও আবু হুরায়রা বিন আমান, লিঙ্কবসের এর সিএমও আবু সাইদ, ওয়ান লিটল ওয়েব লিমিটেডের কো-ফাউন্ডার তুহিন পারভেজ, বিজনেস ইনিসপ্যাকসন বিডি’র ফাউন্ডার সাইফুল ইসলাম, ডব্লিউ পি ডেভলপারের ফাউন্ডার এম আসিফ রহমান, হ্যন্ডিমামা’র ফাউন্ডার এন্ড সিইও শাহ পরান, শপ আপের চিফ অফ স্টাফ মো. জিয়াউল হক ভূঁইয়া, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলাপমেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ড. তানজিবা রহমান, ইকমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন, জেসিআই বাংলাদেশের ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, জেসিআই বাংলাদেশের ২০২৪ ন্যাশনাল ট্রেইনিং কমিশনার মুহাম্মাদ আলতামিশ নাবিল জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ লোকাল সেক্রেটারি জেনারেল মো. জাহিরুল ইসলাম মহসান এবং ইভেন্ট টি সঞ্চালনা করেছেন টেক্সর্টের সিইও ও ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক এর ফাউন্ডার এস এম বেলাল উদ্দিন।
ইভেন্টে গ্লোবাল ইকমার্সে সফল মেম্বারদের মধ্যে সেরা ২২ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা যথাক্রমে ১ হাজার, ৫ হাজার, ১ হাজার, ২৫ হাজার, ৫০ হাজার, ১ লাখ ও ৫ লাখ ডলার পর্যন্ত আয় করেছেন। ইভেন্টের প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ছিলো ১০ হাজার টাকা সমমূল্যের উপহার। তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিলো সে হাই’র এনএফসি ডিজিটাল বিজনেস কার্ড, যার মাধ্যমে এক ট্যাপে নিজের ইনফরমেশন অন্যের সাথে শেয়ার করা যায়। এছাড়াও ইভেন্ট শেষে র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছিলো যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ১ লক্ষ টাকার সমপরিমাণ উপহার বিতরন করা হয়েছে।
এই ইভেন্টের টাইটেল স্পন্সর ছিলেন জনপ্রিয় বিটুবি মার্কেটিং এজেন্সি মনস্টার ক্ল, পাওয়ার্ড বাই স্পন্সর ছিলেন জনপ্রিয় প্রিন্ট অন ডিমান্ড কোম্পানী গিয়ার লঞ্চ, প্লাটিনাম স্পন্সর ছিলেন সে হাই, গোল্ড স্পন্সর এবং নোটবুক পার্টনার ছিলেন বিজনেস গ্লোবালাইজার, সিল্ভার স্পন্সর ছিলেন নুরেন্সি এবং এফপাইলট-এআই রাইটিং টুল, টি-শার্ট স্পন্সর হিসেবে ছিলেন মুভঅন, গিফট পার্টনার ছিলেন কর্পোরেট আস্ক, কি প্রয়োজন, পিৎজাওয়ালা, উদ্যোক্তা হই, টিসামুরাই, কমিউনিটি পার্টনার ছিলেন ইভেন্ট পাইলট, ডিএমএফআর মলেকুলার ল্যাব এন্ড ডায়গনিস্টিকস, এসোসিয়েট পার্টনার ছিলেন টেক্সর্ট ডিজিটাল, ইয়োথ এঙ্গেজমেন্ট পার্টনার ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্ট, লোগো বোর্ড স্পন্সর ছিলেন কোডম্যানবিডি এবং ডিজিটাল মিডিয়া পার্টনার ছিলেন ডিজিটাল মিডিয়া ফোরাম-ডিএমএফ।
দিনব্যাপি এই ইভেন্টের উদ্দেশ্য ছিলো মূলত ডিজিটাল বিজনেসের প্রতি উদ্যোক্তাদের উৎসাহি করা, দেশের কর্মসস্থান বাড়ানো, ডিজিটাল লিটারেসি বৃদ্ধি করা, বৈদিশিক মুদ্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা সমৃদ্ধির জন্য কাজ করা।