ফিউচার মার্কেটে গতকাল বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের ঊর্ধ্বমুখী প্রবণতা এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের মূল্য বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ। প্রতি টনের দাম উঠেছে ৩ হাজার ৭৪১ রিঙ্গিত বা ৭৯৯ ডলার ৩৬ সেন্টে।
অন্যদিকে গতকাল সিবিওটিতে সয়াবিনের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। মুম্বাইভিত্তিক একজন ভোজ্যতেল ব্যবসায়ী জানিয়েছেন, ‘সিবিওটিতে সয়াবিন তেলের দাম বাড়ার কারণে পাম অয়েলের দাম আরো বেড়ে যেত। কিন্তু বাজারে পাম অয়েলের এখন কিছুটা চাহিদা কম থাকায় দাম খুব বেশি বাড়েনি।’
কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস জানিয়েছে, নভেম্বরের প্রথম ১০ দিনের তুলনায় ডিসেম্বরের একই সময়ে মালয়েশিয়ার পাম অয়েল পণ্য রফতানি কমেছে। ১-১০ ডিসেম্বর পর্যন্ত দেশটি ৩ লাখ ৬৮ হাজার ৯৯০ টন পাম অয়েল পণ্য রফতানি করেছে, যা নভেম্বরের ১-১০ তারিখের ৩ লাখ ৯৮ হাজার ৩৭৫ টনের চেয়ে তুলনামূলক কম।
প্রতি বছরই শীতে পাম অয়েলের চাহিদা কিছুটা কমে যায়। মূলত শীতে জমে যাওয়ার কারণে ভোক্তারা পাম অয়েল ব্যবহার করতে অসুবিধার মুখে পড়েন। এ কারণে শীত মৌসুমে পাম অয়েলের বিকল্প উদ্ভিজ্জ তেলগুলোর চাহিদা কিছুটা বেড়ে যায়।