বিজয় দিবসে চালু থাকবে মেট্রোরেল

বিজয় দিবসে চালু থাকবে মেট্রোরেল
সাধারণত ছুটির দিনে বন্ধ থাকে মেট্রোরেল। তবে বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এদিন নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।

বুধবার (১৩ ডিসেম্বর) ডিএমটিসিএল (লাইন-১) এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

এবারের বিজয় দিবসে রাজধানীবাসীর জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে মেট্রোরেলের চালু হওয়া নতুন দুটি স্টেশন। আজ বুধবার (১৩ ডিসেম্বর) মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে বিজর সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে বিজয় দিবসের ছুটিতে বিজর সরণি এলাকায় থাকা চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সহজে দর্শনার্থীরা আসতে পারবেন।

এছাড়া ঢাবি স্টেশনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহজে পৌঁছাতে পারবেন রাজধানীবাসী।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু