বিপিজিএমইএ ও পিপিবিপিসির উদ্যোগে ফ্যাক্টরি অডিট বিষয়ক কর্মশালা

বিপিজিএমইএ ও পিপিবিপিসির উদ্যোগে ফ্যাক্টরি অডিট বিষয়ক কর্মশালা

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (পিপিবিপিসি) এর যৌথ উদ্যোগে ‘ফ্যাক্টরি অডিট অন হ্যাজাড আইডেন্টিফিকেশন, রিস্ক ম্যানেজম্যান্ট অ্যান্ড কন্ট্রোল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়র সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিপিসির কো-অর্ডিনেটর মো: আব্দুর রহিম খান, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের এ্যাডভাইজার ব্রিঃ জেঃ আবু নাঈম মোঃ শাহিদউল্লাহ (অবঃ), আইএলও প্রতিনিধি হিসেবে এ কে এম মাসুম উল আলম উপস্থিত ছিলেন।


কর্মশালায় উপস্থাপক ও আলোচকগন সেমিনারের বিষয়বস্তুর উপর বিশদভাবে আলোচনা করেন।


সেমিনারের আলোচকগন জানান, শিল্প প্রতিষ্ঠানে অডিটকালীন দেখা যায় যে, সামান্য বিচ্যুতির কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানকে নন কমপ্লায়েন্স হিসাবে দেখানো হয়েছে। বাস্তব অবস্থা ভিন্ন। পরবর্তীতে উক্ত কোম্পানিগুলো বিপিজিএমইএতে ঠিকমতো তথ্য উপাত্ত প্রদর্শন করে, ফলে দেখা যায় এসব কোম্পানি কমপ্লায়েন্স।


কর্মশালায় শিল্পপতি ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং সেইফটি বাড়ানোর জন্য আরো বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।


অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ