পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে অভিনন্দন।


‘এটি আপনার গতিশীল নেতৃত্বের প্রতি পোল্যান্ডের জনগণ এবং সরকারের আস্থার প্রতিফলন।’ শেখ হাসিনা বলেন, ‘আপনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।’


বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোল্যান্ডের জনগণ আবারও আপনার দূরদর্শী নেতৃত্ব থেকে উপকৃত হবে।’


১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশের দ্বার খুলে দিতে ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভের পাশাপাশি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোতে সমর্থন দিয়েছে। বছরের পর বছর আমাদের সম্পর্ক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে কভার করে গভীরতা এবং মাত্রায় বৃদ্ধি পেয়েছে।


তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং বন্ধুত্ব আরো সমৃদ্ধির জন্য শক্তিশালী ব্যস্ততার লক্ষ্যে আরও উন্নতির সাক্ষী হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।


বাংলাদেশের প্রধানমন্ত্রী পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং পোল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা