দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা হিমালয়ের একেবারে কাছে হওয়ায় জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে নেমেছে ঘন কুয়াশা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রিতে উঠানামা করেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজামান রোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে (১৩ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ১৫ থেকে ১৬ ডিগ্রিতে তাপমাত্রা ওঠানামা করেছে। তবে ভোর হতে শীতের তীব্রতা বেড়ে যায়। এবং সকাল ৬টায় তাপমাত্রা রের্কড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। আগামীতে তাপমাত্রা আরও কমে আসতে পারে।