কুয়েতের ১৭তম আমির হিসেবে শপথ নিয়েছেন শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে মিশাল বলেন, কুয়েতের বর্তমান বাস্তবতা, বিশেষ করে নিরাপত্তা, অর্থনীতি এবং জীবনযাত্রার অবস্থা পর্যালোচনা করা প্রয়োজন। আমরা অবশ্যই তা করবো।
এর আগে, জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশনে নতুন শাসকের শপথ নেয়ার সময় তিনি বলেন, আমি শপথ করছি যে, সংবিধান এবং রাষ্ট্রের আইনকে সম্মান করার জন্য, জনগণের স্বাধীনতা, স্বার্থ ও সম্পত্তি রক্ষা করতে এবং স্বাধীনতা ও আঞ্চলিক সুরক্ষার জন্য কাজ করে যাব।
উল্লেখ্য, দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত শনিবার ৮৬ বছর বয়সে মারা যান। পরে নতুন আমির হিসেবে শেখ মিশেলের নাম ঘোষণা করা হয়।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                