গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন ‘এ’ প্লাস, এক হাজার ৯৮৭ জন ‘এ’, সাত হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ছয় হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন পুরুষ শিক্ষার্থী এবং ১১ হাজার ২০৬ জন নারী শিক্ষার্থী। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।