তিনি বলেছেন, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে উমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি।
২০২২ সালে যে পরিমাণ মানুষ উমরাহ করেছিলেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি ধর্মীয় এ রীতি পালন করেছেন।
সৌদির এ মন্ত্রী বলেছেন, আমি আনন্দের সঙ্গে কিছু ভালো ও অসাধারণ তথ্য জানাচ্ছি। ২০১৯ সালে সৌদি আরবের বাইরে থেকে উমরাহ করতে এসেছিলেন ৮৫ লাখ মুসল্লি। সৌদি নেতৃবৃন্দের নতুন ব্যবস্থাপনায় এ বছর (২০২৩) এটি ১ কোটি ৩৫ লাখে উন্নীত হয়েছে।
সৌদির হজ ও উমরাহ মন্ত্রী জানিয়েছেন, ১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।
নতুন প্রজেক্টের পরিকল্পনা অনুযায়ী, নতুন ১ লাখ ৫০ হাজার এসি বসানো হয়েছে; যেন তীব্র গরমের মধ্যেও মুসল্লিদের হজ ও উমরাহ পালন সহজ হয়। এছাড়া আরও ১৪ হাজার রেস্টরুম এবং গোসলের স্থানও তৈরি করা হয়েছে।
অর্থসংবাদ/এমআই