রমজানে মসজিদে নববী থেকে প্রতিদিন ৮৫ লাখ ইফতার বিতরণের আয়োজন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া পবিত্র এই মাসে মসজিদে নববী থেকে ২৫ লাখ জমজমের পানি বিতরণ করা হবে। এ জন্য ১৮ হাজার কন্টেইনার প্রস্তুত রাখা হয়েছে।
পবিত্র রমজানে মক্কা নগরীতে ওমরা করার জন্য মুসল্লিরা ভিড় করেন। এজন্য রমজানকে ওমরার মৌসুম বলা হয়। ওমরা পালন শেষ মুসল্লিরা মসজিদে নববী পরিদর্শনে মদিনা ভ্রমণ করে থাকেন।
গত বছর ২৮ কোটি মুসল্লি পবিত্র নগরী মদিনা ভ্রমণ করেন। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                