ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪০তম আসর বসছে ইরানে। বাংলাদেশ থেকে প্রতিযোগিতার বিচারক হিসেবে যাচ্ছেন ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। স্বাধীনতার পর তিনিই প্রথম কোনো বাংলাদেশি যিনি এই প্রতিযোগিতার বিচারক হচ্ছেন।


বুধবার সকালে তিনি ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট, এছাড়া মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক।


তেহরানে ১৫-২২ ফেব্রুয়ারি পর্যন্ত হিফজ, ক্বিরাত ও তাফসিরসহ মোট ৮টি বিভাগে এ প্রতিযোগিতা হবে। বিচারকমণ্ডলী ও প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহীম রাঈসী।


প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।


এর আগে ২০১১ সালে এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে ক্বিরাতে তৃতীয় স্থান অর্জন করেন আহমাদ বিন ইউসুফ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?