সেহরি নিয়ে জরুরি ৫ মাসায়েল

সেহরি নিয়ে জরুরি ৫ মাসায়েল
মুসলমানদের অন্যতম ভিত্তি পবিত্র রমজান শুরু হয়েছে গতকাল। তবে সেহরি খাওয়া শুরু হয়েছে তার আগের দিন রাত থেকে। রোজায় সেহরি নিয়ে নানান মাসায়েল প্রচলিত। সেহরি নিয়ে ৫ জরুরি মাসায়েল জানিয়েছেন মুফতি হেলাল উদ্দীন হাবিবী।

১. সেহরি খাওয়া সুন্নাত। ক্ষুধা না থাকলে একটি খেজুর বা এক গ্লাস পানি দ্বারা হলেও সেহরি করা উত্তম।

২. রাতের শেষ লগ্নে সেহরি খাওয়া সুন্নাত। তবে এত দেরি করা ঠিক নয় যে, রোজা সহিহ হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়।

৩. সেহরির সময় জাগ্রত হতে না পারলে, না খেয়েই রোজা রাখতে হবে।

৪. কেউ যদি সময় আছে ভেবে সেহরি খায়, অতঃপর জানতে পারে সেহরি খাওয়ার সময় ছিল না। তবে এই রোজা কাজা করতে হবে, কাফফারা করতে হবে না।

৫. সেহরির শেষ সময় হলো সুবহে সাদিক। সুতরাং সুবহে সাদিকের পর পানাহার করা জায়েজ নেই। চাই আজান হোক বা না হোক।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?