দৈনিক ১০ বার সাফ হচ্ছে মক্কার গ্র্যান্ড মসজিদ, নিয়োজিত ৪ হাজার কর্মী

দৈনিক ১০ বার সাফ হচ্ছে মক্কার গ্র্যান্ড মসজিদ, নিয়োজিত ৪ হাজার কর্মী

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনে মক্কার গ্রান্ড মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না সৌদি আরবের কর্তৃপক্ষ। প্রতি বছর এই সময়টায় সেখানে মুসল্লি ও ওমরাহ পালনকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। এ কারণে পবিত্র মসজিদটিকে জীবাণুমুক্ত রাখতে রোজ ১০ বার পরিষ্কার করা হচ্ছে। আর তাতে দিনরাত পরিশ্রম করছেন চার হাজারের বেশি কর্মী।


সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদ-আল-হারাম এবং মসজিদে নববীর পরিচর্যায় সম্পূর্ণরূপে প্রস্তুত সৌদি কর্তৃপক্ষ। মসজিদের বিশাল প্রাঙ্গণের তত্ত্বাবধান এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কয়েক হাজার দক্ষ কর্মী নিযুক্ত করা হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত মুসল্লিদের কথা মাথায় রেখে গ্র্যান্ড মসজিদে ২৫ হাজারের বেশি নতুন কার্পেট, ৫০টি অযুর স্থান এবং তিন হাজার টয়লেট প্রস্তুত করা হয়েছে।


এছাড়া, জমজমের পানির জন্য ১৫ হাজার পাত্র এবং ১৫০টি ঐতিহ্যবাহী ফোয়ারা মসজিদের প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে।


গ্রান্ড মসজিদের রক্ষণাবেক্ষণ পদ্ধতির একটি উল্লেখযোগ্য দিক হলো এর জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। চার হাজার কর্মীর মাধ্যমে প্রতিদিন ১০ বার এই কাজটি করা হচ্ছে।


সেখানে বাতাসকে সুবাসিত করতে ব্যবহার করা হচ্ছে প্রায় তিন হাজার লিটার প্রিমিয়াম ফ্রেশনার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?