এরদোয়ানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তার করোনা

এরদোয়ানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তার করোনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ দুই কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার আল–জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের ওই দুই শীর্ষ কর্মকর্তা হলেন এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু। দুই কর্মকর্তাই এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকেন।

ইব্রাহিম কালিন গতকাল বলেন, তাঁর করোনার মৃদু উপসর্গ ছিল। তিনি এখন চিকিৎসার প্রায় শেষ পর্যায়ে আছেন।

ইব্রাহিম কালিন ঠিক কত দিন ধরে অসুস্থ, তা জানাননি।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান বলেন, তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে—সবাই করোনা পজিটিভ। গত সোমবার অসুস্থ বোধ করার পর পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ আসে। একটি হাসপাতালে তাঁদের পরীক্ষা হয়।

সুলেমান বলেন, ‘আমাদের অবস্থা কিছুটা ভালো।’

ইব্রাহিম ও সুলেমান উভয়ই নিয়মিত এরদোয়ানের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আশপাশে যাঁরা থাকেন, তাঁদের নিয়মিত করোনা পরীক্ষা করা হয় বলে আল–জাজিরার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানান, দেশটিতে করোনায় নতুন করে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তুরস্কে এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় তুরস্কে মোট মারা গেছেন ১০ হাজার ২৫২ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না