রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের মতো এবারও মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়।
এই সময়টাতে রাঙামাটির আট ও খাগড়াছড়ির দুই জেলা নিয়ে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে না। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত আগামী ৩ মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।
এর আগে গত ১৮ এপ্রিল জেলা প্রশাসনের কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হ্রদে মৎস্য আহরণ, নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধকালীন সময়ে হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হবে।
হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি হ্রদের বিভিন্ন স্থানে নৌপুলিশ মোতায়েন করা থাকবে। হ্রদে অবৈধ উপায়ে কোনো অসাধু চক্র মাছ শিকার করলে তাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিষেধাজ্ঞাকালীন সময় থেকে স্থানীয় সব বরফকল বন্ধ রাখা হয়েছে। বন্ধকালীন তারিখ থেকে স্থানীয় বাজারসমূহ ও কাপ্তাই হ্রদ মনিটরিং করবে প্রশাসন।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                