অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাইডেন

অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন। এরই মধ্যে আসতে শুরু করেছে অভিনন্দন বার্তা।

দেয়ালে টানানো ব্যানার। লেখা ‘আপনাকে অভিনন্দন, প্রেসিডেন্ট’ (কংগ্রাচুলেশন মি. প্রেসিডেন্ট), কসোভো থেকে আপনাকে অনেক ভালোবাসা’। আবার গায়ের টি-শার্টেও লেখা ‘বাইডেন প্রেসিডেন্ট’। ইউরোপের দেশ কসোভোর রাহোভেক শহরের একটি বারে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ে এভাবেই অভিনন্দন জানাচ্ছেন দুই তরুণ।

হোয়াইট হাউসের দখলে ক্রমেই এগিয়ে যাচ্ছেন বাইডেন। এদিকে সমর্থনে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমে এসেছে সমর্থকরা। রাস্তায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান সমর্থকরা।
ভোটের কারচুপির অভিযোগ এনে নতুন করে গণনার দাবিতে বৃহস্পতিবারও নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া ও উইসকনসিনে বিক্ষোভ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান সমর্থকরা। এ সময় বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া