করোনা শনাক্তের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

করোনা শনাক্তের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে
এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, দেশটিতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হলো ১ কোটি ২৩ লাখ ৮ হাজার ২৪৩ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৮ জনের।

এএফপির খবরে জানা গেছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৫৩৫ জন মারা গেছেন। এটি গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য বলছে, দেশটিতে করোনায় সংক্রমিত ৬০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মানতে এখনো নারাজ। তিনি বারবার মাস্ক পরার জন্য মানুষকে উপহাস করেছেন। দাবি করেছেন, করোনাভাইরাস একসময় নিজে থেকেই নির্মূল হবে।

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার সংক্রমণ থেকে বিশ্বকে সুরক্ষিত রাখতে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন। এ সপ্তাহে তিনি বলেছেন, ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরা একমাত্র ভালো উপায়।

যুক্তরাষ্ট্রের ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োটেক স্থানীয় সময় গত সোমবার ঘোষণা দিয়েছে যে তাদের তৈরি টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না