সূত্র মতে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই এস সূচক ০.৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই -৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৯ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪৬ কোটি ৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০কোটি ৯১ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৪ টির এবং ৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/ এমএস/১৪:৫৫ / ১১: ১৮: ২০২০