ঋতু পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে পাইকারি বাজারে দামও আগের তুলনায় কমেছে।
এই বাজারটি প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে থাকে।
সব প্রকারের তাজা মাছ এই বাজারে পাওয়া যায়। ইলিশ, কাতলা, বোয়াল, পাঙাস, আইড়, বাঘা আইড়, কোরাল ও রিটাসহ নদীর ছোট বড় সব ধরণের মাছ। পাশাপাশি হাওর ও সমুদ্রের মাছও মিলছে।
পদ্মার ইলিশ এবং দেশি মাছের দিকে বাজারের ক্রেতাদের নজর বেশি পড়ে। বড় আকৃতির আট থেকে দশ কেজি ওজনের নদীর পাঙাস, রুই, কাতল, চিতল ও বাঘাইর মাছ এখন পাওয়া যাচ্ছে। এই বাজারে টাটকা মাছ পাওয়া যায় বলে নারীরাও নিয়মিত মাছ কিনতে আসেন।
এ বাজারটিতে প্রতিদিন সর্বনিম্ন দেড় কোটি টাকার মাছ বেচাকেনা হয়। শত বছরের পুরনো এই বাজারে শতাধিক আড়ৎদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন।
অর্থসংবাদ/এসএ/১৪:৫০/১১:১৮:২০২০