প্রাথমিক বাছাইপর্ব শেষে ৯টি টিমকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ৭টি টিম ফাইনালের জন্যে নির্বাচিত হয়। গ্রান্ড ফিনালে এই ৭টি টিমের সদস্যরা নিজেদের বিজনেস প্লান উপস্থাপন করেন। পরবর্তীতে বিচারকদের বিচারে টিম রেড রাইডার্স চ্যম্পিয়ন হয় এবং ১ম রানার-আপ ও ২য় রানার-আপ হয় যথাক্রমে টিম ইনফ্লুয়েন্সার এবং টিম ডায়নামিক।
প্রসঙ্গত, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।বিশ্বের প্রায় ১২১টির বেশি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিবছর জাতিসংঘের একটি চিহ্নিত সমস্যা সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য ১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়।
অর্থসংবাদ/এ এইচ আর ১৮:৩০/ ১১:২৮:২০২০