এতে বলা হয়, ইভ্যালি থেকে আর্টিসানের গিফট ভাউচার কিনতে পারবেন গ্রাহকেরা। এতে গ্রাহকদের জন্য ৬০ শতাংশ পর্যন্ত মুল্যছাড় থাকবে ইভ্যালির পক্ষ থেকে। আর এই গিফট কার্ড দিয়ে আর্টিসানের সকল শাখা থেকে পণ্য কিনতে পারবেন এবং অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি সুবিধাতেও আর্টিসানের পণ্য কেনা যাবে।
সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু'টির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং আর্টিসানের ব্যবস্থাপনা পরিচালক আলি আহামাদ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মাঝে ইভ্যালির বিজনেস ডেভেলপমেন্ট শাখার সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, অপারেশনস ম্যানেজার অপু আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শামীমা নাসরিন বলেন, ইভ্যালিতে আমরা আমাদের ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহকদেরকে সবসময় সেরা এবং গুণগত মানের পণ্য ও সেবা দিতে চাই। আর্টিসানের মতো একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আমাদের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা আমাদের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলাম। শুধু পোশাকই না বরং আর্টিসানের ব্যাগ, বেল্ট এবং মানিব্যাগের মতো চমৎকার সব লাইফস্টাইল পণ্য গ্রাহকেরা ইভ্যালি থেকেই কিনতে পারবেন।
অর্থসংবাদ/এ এইচ আর. ১০:৪৮/১১.২৯.২০