ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে চীনে ভুট্টা আমদানিতে মন্দা ভাব দেখা গিয়েছিল। ওই বছর চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ২৪ লাখ ৬৪ হাজার টন ভুট্টা আমদানি করেন, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৩৭ শতাংশ কম। দেশটিতে এরপর আর কৃষিপণ্যটির আমদানি কমেনি। ২০১৭ ও ২০১৮ সালে দেশটিতে যথাক্রমে ৩৪ লাখ ৫৬ হাজার ও ৪৪ লাখ ৮৩ হাজার টন ভুট্টা আমদানি হয়েছে। ২০১৭ সালে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৪০ দশমিক ২৬ শতাংশ। ২০১৮ সালে বেড়েছে ২৯ দশমিক ৭২ শতাংশ।
২০১৯ সালে চীনের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা আমদানি হয়েছে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত বছর চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৭০ লাখ টন ভুট্টা আমদানি করেন, যা আগের বছরের তুলনায় ৫৬ দশমিক ১৫ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চীনে ভুট্টা আমদানি বেড়েছে ২৫ লাখ ১৭ হাজার টন।
করোনা মহামারীর কারণে বছরের শুরুর দিকে টানা লকডাউন চলায় চীনের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছিল। ২০২০ সালেও চীনের বাজারে একই পরিমাণ (৭০ লাখ টন) ভুট্টা আমদানি হতে পারে। আগামী বছর নাগাদ চীনের ভুট্টা আমদানি ফের চাঙ্গা হয়ে উঠতে পারে।
অর্থসংবাদ/এসএ/২২:৪০/১১:২৯:২০২০