জাতিসংঘের এক মুখপাত্র গতকাল শনিবার বলেন, ‘আমরা সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। এই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই।’
জাতিসংঘের ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা যেকোনো হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানাই।’
ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মোহসেন ফাখরিজাদেহকে হত্যার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানি।
ফাখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
অর্থসংবাদ/ এমএস