সপ্তাহ দুয়েক আগেই মন্দার পূর্বাভাস দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল, দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি। এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করল সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ।
এর আগে একাধিক অর্থনীতিবিদ ও আরবিআইয়ের ডেপুটি গভর্নরের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় চতুর্থাংশে ফের নিচে নেমেছে অর্থনীতির সূচক, যা ভারতকে এক অভূতপূর্ব মন্দার দিকে ঠেলে দেবে। কেন্দ্রীয় ব্যাংকটির ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল এক প্রতিবেদনে জানিয়েছিল, সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরের প্রান্তিকে তাদের জিডিপি ৮ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে।
ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয় শুক্রবার জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমেছে ৭ দশমিক ৫ শতাংশ। প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি কমেছিল রেকর্ড ২৪ শতাংশ। টানা দুই প্রান্তিকে সংকোচনের মানে হচ্ছে কৌশলগত মন্দায় পড়েছে ভারত।
মন্ত্রণালয়টি বিবৃতিতে জানায়, কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে অর্থনৈতিক কার্যক্রমের রাশ টেনে ধরায় এ প্রভাব পড়েছে। যদিও লকডাউন বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হচ্ছে, কিন্তু অর্থনৈতিক কার্যক্রমে এখনো তার প্রভাব রয়ে যাচ্ছে।
ম্যানুফ্যাকচারিং খাত কিছুটা চাঙ্গা হলেও সেবা খাতগুলোয় এ নিয়ে টানা দুই প্রান্তিকে দুই অংকের সংকোচন হয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের ভারতবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শীলন শাহ বলেন, সংকট মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রণোদনার অভাবে সরকারি ব্যয় কমেছে।
অর্থসংবাদ/ এমএস