ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এখন থেকে এসব ওষুধ ও সামগ্রী রফতানি বন্ধ রেখে আমদানি বাড়ানো হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।
চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। তাই নানা সতর্কতামূলক পদক্ষেপ দেখা যাচ্ছে বাংলাদেশেও। এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারের মতো পণ্যের ব্যবহার বেড়েই চলেছে। এসব পণ্যের চাহিদা বাড়ায় কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগ উঠছে।
তাই এ অবস্থায় অ্যান্টিভাইরাল ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভসের পর্যাপ্ত মজুদ রাখার পাশাপাশি রফতানি নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারি নির্দশনা মেনে চলছেন পুরোপুরি।
চীনে করোনাভাইরাসের ব্যাপকতা ছড়িয়ে পড়ায় সপ্তাহ দুয়েক আগে বিপুল পরিমাণ মাস্ক ও হ্যান্ডগ্লোভসসহ ওষুধ সামগ্রী নিজ দেশে পাঠাতে শুরু করেন এদেশে অবস্থানকারী চীনা নাগরিকরা। ফলে দেশে ওইসব ওষুধের মজুদ কমে আসে। আর এ কারণেই সরকার আপতত রফতানি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় বলেও জানান তারা।