ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল এমিরেটস

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস পেল এমিরেটস
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২০-এ ৩টি মূল ক্যাটাগরিতে বিশ্বের শ্রেষ্ঠ এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে এমিরেটস। সম্প্রতি রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রেকর্ড সংখ্যক পর্যটন গ্রাহকদের ভোটের ভিত্তিতে এমিরেটস বৈশ্বিক ও আঞ্চলিক বিভাগে শীর্ষস্থান অধিকার করে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে এয়ারলাইনের ভাণ্ডারে জমা হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক স্বীকৃতি, যার মধ্যে রয়েছে বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট অ্যাওয়ার্ডসে ৪টি পুরস্কার, দ্য সান ট্রাভেল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ এয়ারলাইন ২০২০, টাইমস ও সানডে টাইমস ট্রাভেল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ দূর পাল্লার এয়ারলাইন এবং অতি সম্প্রতি সেফ ট্রাভেল ব্যারোমিটারের বিচারে বিশ্বের সর্বাধিক নিরাপদ এয়ারলাইনের স্বীকৃতি।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস সারা বিশ্বে একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সেবার মানের উৎকর্ষতার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

এমিরেটস আগামী ৩ ডিসেম্বর থেকে ঢাকার একটি নতুন ফ্লাইট শুরু করছে, যার ফলে ঢাকায় পরিচালিত মোট ফ্লাইট সংখ্যা দাঁড়াবে সপ্তাহে ১১টি। বাংলাদেশ থেকে এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ৯০টির অধিক নগরীতে সুবিধাজনক সংযোগ নিয়ে ভ্রমণ করতে পারেন।

অর্থসংবাদ/এ এইচ আর. ১৩:২০/১২.০১.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন