অপচনশীল প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীন। মূলত কিছুদিন ধরে হোম ফুড ডেলিভারি সেবা বেড়ে যাওয়ায় এই সমস্যা আরও বেড়েছে। এর আগে সেপ্টেম্বরে মন্ত্রণালয় জানায়, বছরের শেষের দিকে বড় শহরগুলো থেকে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ এবং খাওয়ার পাত্র নিষিদ্ধ করা হবে এবং একবার ব্যবহৃত স্ট্র দেশব্যাপী নিষিদ্ধ করা হবে। এ ছাড়া ওই মাসেই একটি নতুন ‘কঠিন বর্জ্য আইন’ কার্যকর হয়েছিল। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের জন্য বড় অঙ্কের জরিমানা বিধান করা হয়। নতুন আইন পুনর্ব্যবহারযোগ্য নতুন অবকাঠামো নির্মাণও বাধ্যতামূলক করে।
চীন স্ক্র্যাপ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওয়াং ওয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এসব নিষেধাজ্ঞা ‘দৃশ্যমান প্লাস্টিক দূষণের বড় সমাধান করবে’।
বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য হয় চীনে। যদিও ব্যক্তি পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে গড় পশ্চিমা দেশগুলোর তুলনায় কম। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ২০১৯ সালে চীন ৬ কোটি ৩০ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করে। এসব প্লাস্টিক পুনর্ব্যবহারের হার ৩০ শতাংশ।
অর্থসংবাদ/ এমএস