এই চুক্তি অনুসারে দাহমাশি গ্রুপের কর্মকর্তারা বাংলালিংক কর্পোরেট সংযোগের পাশাপাশি বাল্ক এসএমএস, এম-কানেক্স, ফিল্ড ফোর্স লোকেটর ও ডেটাভিত্তিক সেবা ব্যবহার করবেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন এবং দাহমাশি গ্রুপের চেয়ারম্যান নোমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব মিডিয়াম সেগম্যান্ট বিজনেস গাজী রাফি, কর্পোরেট গ্রুপ ম্যানেজার রাজীব কান্তি সাহা, অ্যাকাউন্ট ম্যানেজার শাম্মি আক্তার তুলি, দাহমাশি গ্রুপের এমডি ওসমান গণি, ডিরেক্টর সালমান চৌধুরী, সিইও ফরহাদ মোস্তফা চৌধুরী এবং প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।