উত্তর: বিয়ের পর মেয়ে স্বামীর বাড়িতে স্থায়ীভাবে থাকা ও সংসার করা শুরু করলে স্বামীর ঘরই তখন তার আসল বাড়ি হিসেবে পরিগণিত হয়। এ অবস্থায় বাবার বাড়ি ৪৮ মাইল দূরত্বে হলে এবং মেয়ে বাপের বাড়িতে এসে ১৫ দিন অবস্থান করার নিয়ত না করলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। (এমদাদুল ফাতাওয়া: ১/৫৭৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৪/৩২৬)
সমাধান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।