ইবতেদায়ি সমাপনী যাচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে

ইবতেদায়ি সমাপনী যাচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে যাচ্ছে প্রাথমিক স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আগামী বছর (২০২১) থেকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ২৩ নভেম্বর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কার্যক্রম নিতে চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. মো. আমিনুল ইসলাম খান। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডকে এ বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে তারা পদক্ষেপ নেবেন।

চিঠিতে বলা হয়েছে, ‌‘২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সঙ্গে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। সেই থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়ে আসছে।’

চিঠিতে আরো বলা হয়, ‘২০১৬ সালের ৩০ নভেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নামে একটি পৃথক বিভাগ সৃষ্টির পর থেকে মাদরাসা শিক্ষার কার্যক্রম কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালিত হচ্ছে বিধায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সব কার্যক্রম এ বিভাগ থেকে পরিচালনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

যেহেতু মাদরাসার ইবতেদায়ি স্তরটি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সেহেতু ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের গ্রহণ করা আবশ্যক। এমতাবস্থায় আগামী ২০২১ সাল থেকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সব কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি