ইবতেদায়ি সমাপনী যাচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে

ইবতেদায়ি সমাপনী যাচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে যাচ্ছে প্রাথমিক স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আগামী বছর (২০২১) থেকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ২৩ নভেম্বর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কার্যক্রম নিতে চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. মো. আমিনুল ইসলাম খান। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডকে এ বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে তারা পদক্ষেপ নেবেন।

চিঠিতে বলা হয়েছে, ‌‘২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সঙ্গে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। সেই থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়ে আসছে।’

চিঠিতে আরো বলা হয়, ‘২০১৬ সালের ৩০ নভেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নামে একটি পৃথক বিভাগ সৃষ্টির পর থেকে মাদরাসা শিক্ষার কার্যক্রম কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালিত হচ্ছে বিধায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সব কার্যক্রম এ বিভাগ থেকে পরিচালনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

যেহেতু মাদরাসার ইবতেদায়ি স্তরটি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সেহেতু ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের গ্রহণ করা আবশ্যক। এমতাবস্থায় আগামী ২০২১ সাল থেকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সব কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি