বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ছাড়াবে ট্রিলিয়ন ডলার

বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ছাড়াবে ট্রিলিয়ন ডলার
বিশ্বজুড়ে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুব কম খাত রয়েছে, যা এখন পর্যন্ত সাইবার হামলার শিকার হয়নি। সাইবার অপরাধীরা মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা পরিচালনা করলেও অন্যান্য খাত যে তাদের হাত থেকে নিরাপদ রয়েছে, তা নয়। সাইবার অপরাধ এতটাই ক্রমবর্ধমান যে চলতি বছর বৈশ্বিক অর্থনীতির ক্ষতির অংক ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে, যা ২০১৮ সালে সাইবার হামলার কারণে হওয়া ক্ষতির তুলনায় ৫০ শতাংশ বেশি।

গত সোমবার সাইবার হামলার বৈশ্বিক ক্ষতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাকাফি করপোরেশন। এ প্রতিবেদন তৈরিতে ম্যাকাফি করপোরেশনকে সহায়তা করেছে
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)’। যেখানে উল্লেখ করা হয়, অনলাইন অপরাধ ক্রমে বাড়ছে। শুধু অনলাইন অপরাধের কারণে বৈশ্বিক অর্থনীতির মোট আউটপুটের ১ শতাংশের বেশি ক্ষতি হবে।

গবেষকদের দাবি, বিশ্বজুড়ে এখন র্যানসমওয়্যার, ফিশিং, বিজনেস ই-মেইল টেকওভার, স্পাইওয়্যার এবং ক্রিপ্টোকারেন্সি হামলা বাড়ছে। এন্টারপ্রাইজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাইবার অপরাধ দমনে প্রতিনিয়ত সক্ষমতা জোরদার করছে। সাইবার অপরাধ দমনে প্রয়োজনীয় টুল উন্নততর করা হচ্ছে। তার পরও অনেক সময় সাইবার হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না। সাইবার অপরাধীরা এতটাই সুসংগঠিত যে অনেক সময় আগাম বার্তা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। সিস্টেম পুনরুদ্ধারে অনেক সময় সাইবার অপরাধীদের অর্থ দিতে বাধ্য হচ্ছে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো।

ম্যাকাফি করপোরেশনের দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা দুর্বলতার কারণে সাইবার অপরাধ ক্রমে বাড়ছে। নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর মধ্যে অনেক প্রতিষ্ঠান কর্মীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রিমোট ওয়ার্কের সুবিধা চালু করেছে। রিমোট ওয়ার্ক সংস্কৃতি চলতি বছর সাইবার হামলার কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতির অংক বেড়ে যাওয়ার দ্বিতীয় প্রধান কারণ।

উত্পত্তিস্থল চীনে কমতে শুরু করলেও গত মার্চের দিকে বিশ্বের অনেক দেশে নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা তীব্র আকারে বাড়তে থাকে। ভাইরাসটিতে বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অনেক কর্মী সংক্রমিত হতে থাকেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দিয়েছে অনেক এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। যে কারণে কর্মীরা বাড়িতে বসে কাজ করার জন্য সঙ্গে নিয়ে যান কর্মক্ষেত্রের ল্যাপটপ ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ ডাটা, যা সাইবার অপরাধীদের দৃষ্টিতে পড়ে। বিষয়টি নিয়ে আগাম সতর্কও করা হয়েছিল। কিন্তু তার পরও সাইবার হামলার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। অসংখ্য প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে বসে কাজ করায় সাইবার হামলার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না