বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি।
ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলা সীমান্তে হামলা শুরু করে।
পাকিস্তানি হামলায় অঞ্চলটিতে বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় ওই সূত্র। এরপরই রাতভর পাল্টা জবাব দেয়া শুরু করে ভারতীয় বাহিনী।
দুই ঘণ্টা ধরে সীমান্তে উভয় পক্ষের ওই গোলাগুলি চলে। এতে পাকিস্তানের ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। সূত্র দ্যা ট্রিবিউন ইন্ডিয়া।