এফসিসির ‘সরিয়ে দাও এবং প্রতিস্থাপন করো’ নির্দেশনাটি জাতীয় নিরাপত্তা প্রশ্নে চীনভিত্তিক নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেয়া সর্বশেষ পদক্ষেপ। যা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো শিগগিরই বাস্তবায়নে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে। তুলনামূলক ছোট প্রতিষ্ঠানগুলো যাতে হুয়াওয়ের যন্ত্রাংশ সরিয়ে নিতে ও প্রতিস্থাপন করতে পারে, সেজন্য ভর্তুকির কথাও বলা হয়েছে এফসিসি নির্দেশে। তবে কংগ্রেসের পক্ষ থেকে সম্মতি না পেলে কমিশনের পক্ষে নিজে থেকে এ ধরনের ভর্তুকি দেয়া সম্ভব হবে না।
এফসিসি চেয়ারম্যান অজিত পাই বলেন, চীন সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে নিবিড় যোগসাজশ রয়েছে হুয়াওয়ের। প্রতিষ্ঠানটির বিষয়ে উদ্বেগ শুধু অনুমাননির্ভর নয়।