ইবিএলকে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ অংশীদার স্বীকৃতি আইএফসি'র

ইবিএলকে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ অংশীদার স্বীকৃতি আইএফসি'র
বৈশ্বিক কারবারী অর্থায়ন কর্মসূচিতে ইক্যুইপমেন্ট ট্রেডের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)কে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপে অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

সম্প্রতি অনুষ্ঠিত আইএফসি’র ৯ম ট্রেড অ্যাওয়ার্ডসে উদীয়মান মার্কেটগুলোতে তাদের অংশীদারদের নেতৃত্বস্থানীয় ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়। গ্রাহকদের আন্তর্জাতিক বাণিজ্য, অফসোর ব্যাংকিং এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত চাহিদা মিটাতে ইবিএল দীর্ঘদিন যাবত আইএফসি’র বিভিন্ন সুবিধা গ্রহণ করে আসছে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, এটি আমাদের জন্য একটি সম্মানের ব্যাপার। বিশ্বব্যাপী করেসপনডেন্ট ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন অংশীদার (ডিএফআই)দের সঙ্গে স্থাপিত সম্পর্কের ওপর ভিত্তি করে ইবিএল দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে দেশের ব্যবসায়িক কার্যক্রমে যে ভূমিকা রাখছে তা এ স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমাদের এ জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে গ্রাহক, ডিএফআই, করেসপনডেন্ট ব্যাংকসমূহ এবং ইবিএল-সকলের লাভ নিশ্চিত হয়েছে।

আইএফসি’র বৈশ্বিক বাণিজ্য অর্থায়ন কর্মসূচির প্রধান (চলতি দায়িত্বে) মাকিকো টয়োডা তার বক্তব্যে সংস্থাটির কর্মসূচিতে ইবিএল-এর অংশীদারী ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, করোনা মহামারিকালে আইএফসি এবং এডিবি ইস্টার্ন ব্যাংকের সাথে সহযোগিতা আরও জোড়দার করেছে। ডিইজি, এফএমও এবং ওইএবি ইস্টার্ন ব্যাংককে নতুন ধরণের বিভিন্ন সুবিধা প্রদানে এগিয়ে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি