শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবটসাইটে প্রকাশ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়।
রাতে বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজধানী ঢাকার বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে এই ভর্তি পরীক্ষা একযোগে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পাঁচটি অনুষদে মোট এক হাজার ৪৮টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৪৯৮ জন। অনুষদভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো মেডিসিন অনুষদে ২ হাজার ৮১০ জন, সার্জারি অনুষদে ৩ হাজার ৬৯৪ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৭৯৭ জন, ডেন্টিস্ট্রি অনুষদে ৪১০ জন এবং শিশু অনুষদে ৭৮৭ জন।
অনুষদভিত্তিক আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে ৩৭৮টি, সার্জারি অনুষদে ৪৮৫টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১২৪টি, ডেন্টিস্ট্রি অনুষদে ৪৮টি এবং শিশু অনুষদে ১১৩টি।