8194460 এক ট্যাপেই সবচেয়ে সহজে মোবাইল রিচার্জ এখন বিকাশ অ্যাপে - OrthosSongbad Archive

এক ট্যাপেই সবচেয়ে সহজে মোবাইল রিচার্জ এখন বিকাশ অ্যাপে

এক ট্যাপেই সবচেয়ে সহজে মোবাইল রিচার্জ এখন বিকাশ অ্যাপে

বিকাশ অ্যাপ থেকে এখন এক ট্যাপেই নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে রিচার্জ করা যাচ্ছে। পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়াই সবচেয়ে সহজে এক হাজার টাকা পর্যন্ত এই ‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ করতে পারছেন গ্রাহকরা। ফলে, বিকাশ অ্যাপ থেকে নিজের মোবাইল রিচার্জ হয়েছে নিরবচ্ছিন্ন, এবং সময় সাশ্রয়ী।


বিকাশের বহুল ব্যবহৃত মোবাইল রিচার্জ সেবাকে আরও বেশি গ্রাহকবান্ধব করতেই নতুন এই ‘এক ট্যাপ’ পদ্ধতি যুক্ত করা হয়েছে। সকল মোবাইল অপারেটর এর রিচার্জের ক্ষেত্রে গ্রাহকরা এই এক ট্যাপ সেবাটি নিতে পারছেন। ডিজিটাল লেনদেনে গ্রাহকের অভ্যস্ততা ও আস্থা বাড়ার সাথে সাথে তাদের জন্য আরও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই ধরনের সেবাগুলো ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে।


‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ চালু করতে প্রথমবার সেবা চালুর সম্মতি দিতে হবে। মোবাইল রিচার্জ আইকনে ক্লিক করলে গ্রাহক নম্বরের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে নিজের নম্বর নির্বাচন করলে ‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ চালুর জন্য সম্মতি চাইবে। সম্মতি দিয়ে এগিয়ে গেলেই পিন ছাড়া ‘এক ট্যাপ’ রিচার্জ পদ্ধতি চালু হয়ে যাবে। এরপর প্রতিবার কেবল নম্বর সিলেক্ট করে, টাকার পরিমাণ লিখে ট্যাপ করলেই রিচার্জ হয়ে যাবে।


সেবাটির মাধ্যমে প্যাক বা অফার রিচার্জ করতে চাইলে নম্বর ট্যাপ করে পরের স্ক্রিনে ইন্টারনেট, মিনিট, বান্ডেল ইত্যাদি অফার ট্যাব থেকে পছন্দসই প্যাক নির্বাচন করতে হবে। পরের ধাপে একই পদ্ধতিতে এক ট্যাপেই রিচার্জ করা যাবে। কোনো কুপন থাকলে তাও ‘এক ট্যাপ’ রিচার্জ পদ্ধতিতে ব্যবহার করা যাবে।


‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ পদ্ধতি বাতিল করে আবার আগের অবস্থায় ফেরত যেতে চাইলে বিকাশ হোম স্ক্রিনের প্রোফাইল অপশনে যেতে হবে। সেখান থেকে ‘এক ট্যাপ’ লেনদেন সিলেক্ট করে বন্ধ/ডিজঅ্যাবেল্ড করে দিতে হবে। গ্রাহকরা নিজের প্রোফাইল থেকেই সেবাটি পুনরায় চালু করতে পারবেন।


গ্রাহকের মোবাইল রিচার্জ সেবা ঝামেলাবিহীন করতে অটো পে, অটো রিচার্জ, মাই অফার, বিভিন্ন ধরনের প্যাকেজসহ নানান সুবিধা যুক্ত আছে বিকাশ অ্যাপে। নিজের বা প্রিয়জনের মোবাইল রিচার্জের ক্ষেত্রে এধরনের সুবিধাগুলো নিরবচ্ছিন্নভাবে মোবাইল ব্যবহারের সুযোগ করে দিয়েছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি