আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
দেশে নতুন আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম এ ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

গত ৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, “(নারায়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুর জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্ত আইন প্রণয়ন প্রসঙ্গ। সূত্রঃ পত্র সংখ্যা: ০৩.০৭৪.৩৭.০৪৮.০০.০০৫.২০১৯-২৩৪, তারিখ: ০৭.১২.২০২০, প্রধানমন্ত্রীর কার্যালয়)।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী ৩টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাবে সদয় অনুমােদন প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ স্থাপনের নিমিত্ত যুগােপযােগী ৩টি খসড়া আইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর এ অনুরােধ করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি